অমিত জানাঃ হাওড়াঃ একদিকে ভোটে সরগরম রাজ্য। অপরদিকে শহরে অগ্নিকাণ্ড। কলকাতার স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের কয়লাঘাটা অফিসে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হাওড়ায় অগ্নিকাণ্ড ঘটে। হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ডের কাছে বিধ্বংসী আগুনে পুড়ে গেলো ১০ টি দোকান। একটি কাঠের দোকানে দাহ্য কাঠের কারণে আগুন ভয়াবহ আকার নেয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আন্দুলের ওয়েলিংটন সিনেমা হলের বিপরীতে একটি কাঠের গুদামে হঠাৎই আগুন লেগে যায়। সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনের জেরে ওই কাঠগুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
https://www.youtube.com/watch?v=0FQJnALWLdU
Sponsored Ads
Display Your Ads Hereআশেপাশের বহুতলে আগুন যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খুবই তৎপরতার সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন। ঘটনাস্থলে দমকলের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাওড়ার আন্দুলে বিধ্বংসী আগুনে বেশ কিছু দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। বিধংসী আগুন লাগার ঘটনাকে ঘিরে হাওড়ার আন্দুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
ঠিক কি কারণে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণই ঠিক কতো তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগে ঠিক তারা মা ও অন্নপূর্ণা হোটেলের পিছনে। আগুনের তীব্রতা এতো বেশী ছিল যে বেশ কিছুটা দূরেও তার তাপ অনুভূত হয় বলে তারা জানান। শুক্রবার সকালেও ঘটনাস্থলে চরম উত্তেজনা ছিল। তবে দমকল কর্মীদের ভূমিকায় খুশি স্থানীয় মানুষরা।