নেতাদের প্রতিশ্রুতি পেয়েও জল কষ্টে ভুগছেন স্থানীয়রা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক মূলত খরাপ্রবণ ব্লক। তাই এই ব্লকের বাসিন্দাদের দাঁড়িয়ে থেকে জল সংগ্রহ করতে হয়। অনেক সময় প্রায় এক-দুই কিলোমিটার দূরে গিয়ে বাসিন্দাদের জল আনতে হয়। ফলে ভোগান্তির শেষ নেই।
এলাকার বাসিন্দাদের দাবী, “তারা প্রশাসনের কাছে এই জল কষ্ট দূর করবার জন্য আবেদন নিবেদন করার পরেও কোনো কাজ হয়নি। রাজনৈতিক দলের নেতারা ভোটের সময় তাদের প্রতিশ্রুতি দেয় যে ভোট পার হলে তাদের জল কষ্ট দূর করে দেবেন। কিন্তু ভোট আসে ভোট যায় তপন ব্লকের বাসিন্দারা সেই অন্ধকারেই রয়ে যান। তাদের জল কষ্ট দূর হয় না”।
ইতিমধ্যে তপনে রাজ্য সরকারের পক্ষ থেকে রিজার্ভার তৈরীর কাজ শুরু হলেও তা শেষ হবে কবে তা এলাকার বাসিন্দারা জানেন না। এলাকার বাসিন্দারা অতি দ্রুত এই জল কষ্ট দূর করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।