যশের সর্তকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল রেল
রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা রেক গুলিতে চেন, তালা ও গুটকা লাগিয়েছিল রেল।
ঝড়ের সময় যাতে রেকগুলি চলতে না শুরু করে তার জন্যই রেকগুলিকে রেলের লাইনের সাথে চেনতালা দিয়ে আটকে রাখা হচ্ছে এবং সামনে-পিছনে গুটকা দিয়ে আটকে রাখা হয়েছিল যাতে চাকা রেলের উপর গড়াতে না পারে।
পাশাপাশি গার্ড কেবিনে থাকা হ্যাণ্ডব্রেক টেনে রাখা হয়েছিল।
পাশাপাশি রেল সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কুইক রেসপনস টিম গঠনের মাধ্যমে ঝড়ে গাছ পড়ে গেলে ও ওভারহেডের তার ছিঁড়ে গেলে দ্রুততার সঙ্গে কাজ করবে। আর প্যাসেঞ্জারদের সাহায্যের জন্য আরপিএফ এবং জিআরপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আজ ও ২৭ শে মে এই দুদিন যাতে বর্ধমান স্টেশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকে তার জন্য জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে এবং জেনারেটর গুলির জন্য দুদিনের জ্বালানী মজুত রাখা হয়েছে।
ইতিমধ্যেই আজ ও ২৭ তারিখের জন্য বেশীরভাগ মেল এবং এক্সপ্রেস ট্রেন যেমন বাতিল করা হয়েছে তেমনি আজ বিকাল ৩ টে ৩০ মিনিটের পর কোনো হাওড়াগামী স্টাফ স্পেশাল ট্রেন চলবে না।