নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। অবশেষে বাকি অধিবেশনের জন্য রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করে দিলেন।
এদিন ডেরেক ও’ব্রায়েন মণিপুর নিয়ে আলোচনার জন্য বার বার দাবী করেন। তখন তাঁকে জগদীপ ধনখড় সতর্ক করেন। এর মধ্যেই বিজেপি সাংসদ পীযূষ গয়াল ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে ‘অনবরত অধিবেশনের অগ্রগতিতে বাধা দেওয়া, চেয়ারম্যানকে অসম্মান ও বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগ তুলে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর জগদীপ ধনখড় ডেরেক ও’ব্রায়েনকে উচ্ছৃঙ্খল ব্যবহার এবং চেয়ারম্যানের নির্দেশকে অবমাননার কারণ দেখিয়ে সাসপেন্ড করেন। উল্লেখ্য, মণিপুরের ঘটনা, দিল্লির আমলা নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত (দিল্লি বিল) বিল সহ একাধিক বিষয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদের দুই কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে রাজ্যসভা ও লোকসভা বার বার মুলতুবি হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগেও গত শুক্রবার জগদীপ ধনখড় ডেরেক ও’ব্রায়েনকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘নাটক করা আপনাদের অভ্যাস হয়ে গিয়েছে।’’ গতকালও দিল্লি বিল নিয়ে আলোচনার সময় ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ তুলে জানান, ‘‘জনপ্রিয়তা পাওয়ার জন্যই এই ধরণের নাটক করছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া গত ২৪ শে জুলাই আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহকে সাংসদ পদের অবমাননা করার জন্য গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল। ঘটনাচক্রে, বিজেপি সাংসদ পীযূষ গয়ালই সঞ্জয় সিংহকে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেছিলেন।