চয়ন রায়ঃ কলকাতাঃ ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার দাবীতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দিলীপ ঘোষ কলকাতার বেলেঘাটায় দলের প্রচারে গিয়ে জানান, “ওনাকে বাইরে রাখলে বীরভূমে শান্তিতে ভোট হবে না। শান্তিতে ভোট করাতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নজরবন্দী করতে হবে। নির্বাচন কমিশন তা করতে পারে বলেন বিজেপির রাজ্য সভাপতি”।
https://www.youtube.com/watch?v=p3J6OCkqcpk
প্রসঙ্গত, বিগত দিনে অনুব্রত মন্ডলকে নির্বাচন কমিশন ভোটের দিন নজরবন্দী করেছিল। এবারের বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে বিরোধীদের পক্ষ থেকে নজরবন্দী করে রাখার দাবী উঠেছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “এরা বাংলার গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। এদেরকে বাইরে রাখলে বীরভূম জেলায় ভোট হবে না। সারাবছর অনুব্রত মণ্ডল মানুষকে হেনস্থা করেন। আইন মানেন না। নির্বাচন কমিশন শান্তিতে ভোট করাতে অনুব্রত মন্ডলকে নজরবন্দী করতেই পারেন”।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও মুখ্যমন্ত্রী বিরোধীদের নজরবন্দীর দাবীকে কুৎসা বলে জানিয়েছেন। আজ তিনি তার জেলা সভাপতিকে বীরভূমে বলেছেন, “নির্বাচন কমিশন নজরবন্দী করলে আদালতে যেতে হবে। আদালতে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”।