নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লিতে অনলাইনের পাশাপাশি এবার অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। অর্থাৎ দিল্লি সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয়ে পড়ুয়ারা যাতে সশরীরে হাজির থেকে পঠনপাঠন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কেন্দ্রের অধীনে থাকা সিএকিউএম (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট) দূষণ পরিস্থিতির পর্যবেক্ষণ করে ছাড়পত্র দিতেই বিদ্যালয়গুলিকে দুই পদ্ধতিতে পঠনপাঠন চালু করার নির্দেশ দেওয়া হল।
দূষণের মাত্রা বাড়তে থাকায় ১৮ ই অক্টোবর থেকে বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস হচ্ছে। কিন্তু অনেক পড়ুয়া অনলাইন ক্লাসের সুযোগ ঠিক মতো পাচ্ছে না। আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে পড়ুয়ারা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে। অতএব, অনলাইন ক্লাসের বেশ কয়েকটি অসুবিধা পর্যবেক্ষণ করার পরই গতকাল সুপ্রিম কোর্ট সিএকিউএমের কাছে জানতে চায়, ‘‘এভাবে পঠনপাঠন আর কতদিন চলবে? পড়ুয়ারা সশরীরে স্কুল বা কলেজগুলিতে আসতে পারবেন কি না?’’
Sponsored Ads
Display Your Ads Here
এরপর কেন্দ্রীয় সংস্থাটি পরিস্থিতি খতিয়ে দেখে এই বিষয় ছাড়পত্র দিয়ে জানিয়ে দেয়, ‘‘দ্বাদশ শ্রেণী অবধি সব ক্লাস অফলাইনে চালু করা যাবে। তবে শুধু অফলাইনেই নয়, যেখানে অনলাইনে ক্লাস করানোর মতো সমস্ত পরিকাঠামো রয়েছে, সেখানে সেই পদ্ধতিতেও ক্লাস করানো যাবে।’’ তারপরই দিল্লির সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দুই পদ্ধতিতে চালু করার নির্দেশ দিয়েছে। এদিনও দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের দূষণ পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। কিন্তু ভয়ানক পর্যায় থেকে গত কয়েক দিন ধরে অত্যন্ত খারাপ পর্যায়ে উন্নীত হয়েছে মাত্র। যদিও বিপদের আশঙ্কা কাটেনি। এদিন দিল্লির বাতাসের গুণগত মানের সূচক ৩৮২। আর সাথে ধোঁয়াশার দাপটও চলছে।
Sponsored Ads
Display Your Ads Here