চয়ন রায়ঃ কলকাতাঃ নির্বাচন যতো সামনে আসছে জেলায় জেলায় জনসভা আরো জোরকদমে চলছে। আর সেই জনসভা থেকেই রাজনৈতিক নেতা-নেত্রীরা তাদের বিরোধী দলের নেতা-নেত্রীদের প্রতি তীব্র কটাক্ষ করতে একবারও পিছপা হচ্ছেন না।
প্রায় বছর দেড়েক আগে গেরুয়া শিবিরে যোগদান করছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পরে তাঁরা সেভাবে কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। এই নিয়ে দলের মধ্যেই তাঁদের প্রতি নানা কটাক্ষের সুর শোনা গেছে। তবে এবার নির্বাচনের আগে থেকেই তাঁরাও কোমর বেঁধে নেমে পড়েছে।
এবার রায়দিঘিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁদের জনসভায় একাধিক বিষয়ে নিয়ে দেবশ্রী রায়কে আক্রমণাত্বক মন্তব্য করেছিলেন। যেখানে টোটো কেলেঙ্কারি নিয়েও নেত্রী দেবশ্রী রায়ের নাম জড়িয়ে তাঁর সমালোচনা করা হয়েছিল। এছাড়াও শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন যে, “তাঁর দেবশ্রী রায়কে জেতানো ভুল হয়েছিল”। আর এখন তাঁকে অভিনয় জগতে দেখা যাচ্ছে না বলে মন্তব্যও করেন।
Sponsored Ads
Display Your Ads Hereরায়দিঘিতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে এমন মন্তব্যের পাল্টা জবাব হিসেবে দেবশ্রী রায় আজ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের জেরে মানহানির মামলা দায়ের করতে আলিপুর আদালতে যান।
এমনকি দেবশ্রী রায় শোভন চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের তোপ এনে জানিয়েছেন, “যে স্ত্রীকে নিজের করতে পারে না সন্তানকে আপন করতে পারে না সে কিভাবে রাজনীতি করবে”।
Sponsored Ads
Display Your Ads Hereশোভন চট্টোপাধ্যায়ের এবং দেবশ্রী রায়ের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে যে পুরোটাই চির ধরে গেছে তা এই ঘটনায় স্পষ্ট ফুটে উঠেছে।