অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ অভিনেতা তথা সাংসদ দেব সিবিআই দপ্তর নিজাম প্যালেসে উপস্থিত হন। গত ৯ ই ফেব্রুয়ারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবকে গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে তলব করেছে।
উল্লেখ্য, গরু পাচারকাণ্ডের মূল অপরাধী জামিনে মুক্ত এনামুল হককে একাধিকবার সিবিআই জেরা করে। এরপরই সেই জেরায় গরু পাচারকাণ্ডের সাক্ষী হিসাবে দেবের নাম উঠে আসে। এছাড়া এনামুলের সঙ্গে তাঁর বেশ কিছু যোগসূত্র পাওয়া যায়। যেখানে ২০১৭-১৮ সাল নাগাদ দেব এনামুলের কাছ থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ মূল্যবান ঘড়ি উপহার নেন।
Sponsored Ads
Display Your Ads Here
অতএব এইসব তথ্যই খতিয়ে দেখতে এদিন দেবকে তলব করা হয়। এর পাশাপাশি তাঁকে গরু পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যাবতীয় বয়ান রেকর্ডও করা হতে পারে। তাছাড়া দেবের এনামুলের সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে দেব জানিয়ে দিয়েছিলেন যে, “তিনি কোনোরকম অন্যায় করেননি। তাই যখন কলকাতায় আছেন তখন সময় চাইবেন না। আজই সিবিআই অফিসে হাজিরা দেবেন।”
Sponsored Ads
Display Your Ads Here
যদিও এর আগে তদন্তকারী আধিকারিকরা গরু পাচারকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্তা সহ ইন্সপেক্টরকেও জিজ্ঞাসাবাদ করেছেন। অন্যদিকে সতীশ নামে বিএসএফের এক জন কম্যান্ডিং অফিসারকে গ্রেপ্তারও করা হয়েছে।