নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ করোনার করাল গ্রাসে নিমজ্জিত গোটা ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্য। শ্মশান থেকে শুরু করে কবরস্থান কোনো জায়গাতেই মৃতদেহ সৎকারের জায়গা নেই। ফলে নদীতেই ফেলা হচ্ছে মৃতদেহ। এবার বিহার, উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে প্রায় ৬ টি মৃতদেহ ভেসে থাকার চিত্র ফুটে উঠলো। মৃতদেহগুলি নদীর পাড়ে পচে গলে এসে জমা হয়েছে।
এলাকাবাসীদের দাবী, “এই মৃতদেহগুলি করোনা আক্রান্তদের। শ্মশানে পোড়ানোর জায়গা, কাঠ না থাকায় অনেকে নদীতে মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন”।
এছাড়া পাম্প কাজ না করলে এলাকাবাসীরা এই নদীতেই স্নান করার পাশাপাশি জলও পান করেন। গবাদি পশুরাও এই নদীর জল পান করেন। ফলে এই দেহগুলি করোনা আক্রান্তদের হয়ে থাকলে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কিন্তু জেলাশাসক সঞ্জয় মিশ্র জানান, “এলাকাবাসীরাই বিশেষ এক প্রথার কারণবশত একজন বৃদ্ধ ও অপর একজন ক্যানসার আক্রান্ত রোগীর মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছেন”। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।