অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অটোচালকরা পাম্পে গিয়ে সিএনজি না পাওয়ায় আজ তারা রুবির মোড়ে বসে বিক্ষোভ শুরু করেন। এছাড়া এও অভিযোগ ওঠে যে, ‘‘তাদেরকে পুলিশী জুলুমের মুখোমুখি হতে হচ্ছে।’’ সপ্তাহের প্রথম দিন রাস্তা অবরোধের জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
তাদের দাবী, ‘‘কলকাতার সব পাম্পে সিএনজি পাওয়া যায় না। যে কয়েকটা পাম্পে পাওয়া যায় সেগুলিতে লম্বা লাইন পড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে বেশীক্ষণ রাস্তায় দাঁড়ালেও পুলিশ এসে অত্যাচার করে। জরিমানার কাগজ হাতে ধরিয়ে দেওয়া হয়।’’ এদিন অটোর পাশাপাশি সিএনজি চালিত চার চাকার গাড়ির চালকেরাও আসেন। এরপর অবিলম্বে সব পাম্পে সিএনজি গ্যাসের ব্যবস্থা করার দাবী জানিয়ে পথ অবরোধ করেন।
ফলে অটো সহ শতাধিক গাড়ির চালকদের বিক্ষোভের জেরে বাইপাসে যানজটের সৃষ্টি হয়। মূলত রুবি থেকে চিংড়িঘাটামুখী লেনটিতেই অবরোধ চলছিল। কসবা ও আনন্দপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু গাড়ি চালকরা পুলিশকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণ বচসা চলার পর শেষ অবধি পুলিশের আশ্বাস পাওয়ার পরই অবরোধ ওঠে। তবে ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।