অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের সরকারী কর্মীদের জন্য বড়ো ঘোষণা। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেন। সরকারী কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ১ লা এপ্রিল থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হবে।
রাজ্যের সরকারী কর্মীদের একটা বড়ো অংশ মহার্ঘ ভাতা নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন চলছে। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা নবান্নে ডেকে সেই সরকারী কর্মীদের সাথে কথাও বলেছিলেন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা অনুমান করছিলেন। এদিন সেই বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মূলত, রাজ্য সরকারী কর্মীদের সাথে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্য ৩৯ শতাংশ ছিল। চার শতাংশ বৃদ্ধি পেলে পার্থক্য কমে ৩৫ শতাংশ হবে। ৪ শতাংশ বৃদ্ধির পর রাজ্যের সরকারী কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা ১৮ শতাংশ হবে। আর কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতার হার ৫৩ শতাংশ হবে। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়লেও একটা বড়ো পার্থক্য থেকে যাচ্ছে। তাই যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে খুশী নন।
Sponsored Ads
Display Your Ads Here
আন্দোলনের মঞ্চে থাকা সরকারী কর্মীরা বলছেন, “এবার আমরা আন্দোলন আরো তীব্রতর করব।” আন্দোলনকারীদের যুক্তি, “মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে। তাই ফারাক থাকা উচিত নয়। তবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো বরাদ্দ বাড়ানো হয়নি।”
Sponsored Ads
Display Your Ads Here