নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এবার উত্তরপ্রদেশের বিজনৌর মোরাহাট গ্রামে একটি ছাগলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, মোরাহাট গ্রামের এক বাসিন্দার পালিত ছাগল সদ্য দু’টি ছাগল ছানার জন্ম দেয়। একটি ছানা সাধারণ ছাগলের মতোই। কিন্ত অপর ছানাটি নিয়ে বিপাকে পড়েছেন ছাগল মালিক। সেই ছানাটি এক অদ্ভুত প্রকৃতির। তার পুরো কপাল জুড়ে বিশাল চোখ আছে। চোখ একটি হলেও তার মধ্যেই একটি বড়ো ও অপর একটি ছোটো মণি রয়েছে। ছাগলটির মাথার কাছে প্রচুর লোম ভর্তি আছে। কিন্তু মুখটা দেখলে ছাগল রূপে চিহ্নিত করা বড্ড দুষ্কর।
ঘটনাটি জানা মাত্রই আশপাশের গ্রাম থেকে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Hereআবার অনেকে এই ছাগলটিকে দেখে কুসংস্কারবশত সাক্ষাত্ ভগবান শিব বলে মেনে নিয়েছেন। এমনকি কয়েকজন ছাগলটিকে পুজোও শুরু করে দিয়েছেন।
তবে ছাগল মালিকও এটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মেনে নিচ্ছেন। আর ছাগলের কপালে চোখ থাকায় অনেকে এক্ষেত্রে তৃতীয় নয়নের তত্ত্বও তুলে ধরছেন।
Sponsored Ads
Display Your Ads Hereএই ব্যাপারে স্থানীয় পশু চিকিত্সক অবশ্য জানিয়ে দেন, “অনেক সময় অস্বাভাবিক চেহারা নিয়ে প্রাণীরা জন্ম নিয়ে থাকে। তবে তাদের বেশীদিন বাঁচার কোনো সম্ভাবনা থাকে না”।