নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ এবার সিআইডি (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) মালদার গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে এক জন মৎস্যজীবীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল টাকার সন্ধান পেয়েছে। ইতিমধ্যে টাকার পরিমাণ গোনার জন্য টাকা গোনার যন্ত্রও নিয়ে আসা হয়েছে। আপাতত এক কোটি টাকারও বেশী টাকা উদ্ধার হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, আজ বেলা ১২ টা নাগাদ সিআইডির একটি দল জয়প্রকাশের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন। সেই তল্লাশিতে বাড়ি থেকে এই অবধি ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিপুল টাকা উদ্ধারের খবর চাউর হতেই তার বাড়ির আশপাশে কৌতূহলী মানুষের ভিড় বাড়তে শুরু করে। কিন্তু বাড়ির চারপাশে ব্যাপক বাহিনী মোতায়েন করা ছিল। আর তল্লাশির সময় জয়প্রকাশের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া এও জানা যায় যে, জয়প্রকাশ নামে ওই মৎস্যজীবী সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তিনি মূলত, নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতেন বলে অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here