নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের রোহতাস জেলায় আরজেডি নেতা বিজেন্দ্র যাদবকে গুলি করে খুনের অভিযোগ উঠলো বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, গতকাল বিজেন্দ্র যাদব কৃষিকাজের জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। ওই সময় ছয় জন যুবক কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে দু’টি গুলি চালায়। একটি গুলি মাথায় ও অপর গুলিটি ঘাড়ে লাগে। আর তাতেই বিজেন্দ্র যাদবের ঘটনাস্থলে মৃত্যু হয়।
এই ঘটনায় আপাতত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। তবে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনো শত্রুতার জেরে এই খুন করা হয়েছে।
উল্লেখ্য, অতীতেও বিজেন্দ্রে যাদবের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। আর সম্প্রতি বিহারে রাজনৈতিক পালাবদল ঘটেছে। নীতীশ কুমারের জেডিইউ বিজেপির সঙ্গ ছেড়ে আবারও আরজেডি এবং কংগ্রেসের সাথে হাত মিলিয়ে মহাজোটে সামিল হয়েছে।
আর এর মধ্যেই আরজেডি নেতার খুনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট চাপানতোর তৈরী হয়েছে।