অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লেখা একাধিক দেওয়াল লিখন মুছে দেওয়া ও তাতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠলো। এই ঘটনায় স্থানীয় সিপিএম নেতৃত্ব তৃণমূ্লের দিকেই আঙুল তুলেছে। তবে তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।
যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন রাজপুর-সোনারপুর ওয়ার্ডের একুশ নম্বর ওয়ার্ডে সিপিএমের একাধিক দেওয়াল লিখন মুছে দেওয়াকে ঘিরে সিপিএমের দাবী, “রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই সব কাজকর্ম করে বেড়াচ্ছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই দেওয়াল মুছে দেওয়ার কাজ চলছে।” স্থানীয় বামকর্মী কৃশানু বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘‘অনেক দিন ধরেই তৃণমূল এসব করছে। ওদের নেতাদেরও বিষয়টা জানিয়েছি। কেবল বলা হচ্ছে, কারা এগুলো করছে দেখো। আমাদের কেউ এই সব কাজে যুক্ত নয়।”
Sponsored Ads
Display Your Ads Here
সৃজন ভট্টাচার্য এই এই প্রসঙ্গে জানান, “লাল ঝান্ডা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই তৃণমূল ভয় পাচ্ছে। মানুষের মনে লাল ঝান্ডা আছে। দেওয়াল মুছে তৃণমূল কিছুই করতে পারবে না। আর তৃণমূল টালিগঞ্জ সহ আরো বেশ কিছু জায়গাতেও তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে।” এদিকে, রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সরকার পাল্টা দাবী করেন, “এলাকায় সিপিএমের দেওয়াল লেখার লোক নেই। তাই এই সব অভিযোগ তুলে নজর কাড়তে চাইছে। এলাকার মানুষ তৃণমূলের কাছ থেকে পরিষেবা পায়। ভোটের ফলেই প্রমাণিত হয়ে যাবে মানুষ কাদের সঙ্গে আছে। সিপিএম হতাশা থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
Sponsored Ads
Display Your Ads Here