নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউ নিয়ে এবার আশার কথা শোনালেন। দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, “দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আছড়ে পড়তে পারে”।
SUTRA মডেলের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “নতুন করে করোনার কোনো প্রজাতির উত্পত্তি না হলে দেশে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা খুব কম। কেরলেও করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
কানপুর আইআইটি-র অধ্যাপক মণীন্দ্র অগ্রবাল জানিয়ে দিয়েছেন, “যদি উল্লেখযোগ্য ভাবে দ্রুত ছড়িয়ে পড়া মিউট্যান্ট আর না থাকে তাহলেই তৃতীয় তরঙ্গের সম্ভাবনা অনেকটাই কম”।
Sponsored Ads
Display Your Ads Here
অধ্যাপক মণীন্দ্র অগ্রবাল ও তাঁর দুই সহকারী বিশেষজ্ঞ SUTRA অর্থাত্ susceptible-undetected-tested (positive)-removed approach-এর মাধ্যমে এই গবেষণা করেছেন। সমস্ত দিক খতিয়ে দেখে ‘reach’ নামক মাপকাঠি দ্বারা এই মডেলের মাধ্যমে অতিমারির গতিবিধি জানা যায়।