নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ভারতবর্ষে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। বৃহস্পতিবার যা ছিল ১৯৩৮ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৩ শতাংশ কমেছে।
কিন্তু গতকালের তুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু সংখ্যা ৮৩ জন হয়েছে। এছাড়া দেশে দৈনিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ।
আর আজ যে ৮৩ জনের করোনায় মৃত্যু হয়েছে এর মধ্যে কেরলেই ৭৪ জনের মৃত্যু হয়েছে। আবার তার মধ্যে আগেই ৬৪ জনের করোনায় মৃত্যু হয়েছিল তবে তা অনথিভুক্ত ছিল। এর কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১ হাজার ৫৩০ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৮৭ জন। এছাড়া দেশে এখনো পর্যন্ত মোট ১৮২ কোটি ৫৫ লক্ষ মানুষকে করোনা ভ্যাক্সিন দেওয়া হয়েছে।