অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ গতকাল আবগারি দপ্তরের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রানীগঞ্জে দুপুরে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা মুল্যের ডুপ্লিকেট বিদ মদ, লেবেল ও মদ বানানোর সামগ্রী আটক করে।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, লকডাউনের কারণে জেলায় জেলায় এই ধরনের প্রচুর তল্লাশি চালানো হচ্ছে। আর আবগারি দপ্তর সাফল্যও পাচ্ছে। বিহার সীমান্তে ডালখোলা থানার রানীগঞ্জ। এখানে অসাধু কিছু ব্যবসায়ীরা এই কাজ করে চলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে, গোডাউনটি রাজু পাঠক, উজ্জ্বল সিংহ, সমর সিংহ এবং জীবন স্বর্ণকার নামের ব্যক্তিরা ভাড়া নিয়ে এই ব্যবসা চালাতো। এলাকায় তাদের দাপটের কারণে সাধারণ মানুষ সামনে এসে প্রতিবাদ করতে পারেননি। কিন্তু আবগারি দপ্তর সহ ডালখোলা থানার পুলিশের যৌথ অপারেশন চালানোর ফলে এলাকার বাসিন্দারা যথেষ্ট খুশি হয়ে পুলিশ সহ আবগারি দপ্তরকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here