নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ চিন্তা বাড়িয়ে এক দিনে দেশের করোনা সংক্রমণ ৪৬ শতাংশ বাড়ল। অর্থাৎ এক দিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশী।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গতকাল দেশের দৈনিক সংক্রমণ ৩০৩৮ জন ছিল। গত ২৪ ঘণ্টায় তা অনেকটা বেড়ে প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে দু’দিনের দৈনিক সংক্রমণ সংখ্যায় প্রায় দেড় হাজারের তফাৎ। শেষ বার গত সেপ্টেম্বর মাসে দৈনিক সংক্রমণ এই পরিমাণে বৃদ্ধি পেয়েছিল।
আর গত ২৫ শে সেপ্টেম্বর দেশে একদিনে ৪ হাজার ৭৭৭ জন রোগী করোনা সংক্রমিত হয়েছিলেন। যখন দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল তখন দৈনিক ৫০ শতাংশেরও বেশী হারে সংক্রমণ বেড়েছে। আর এবার গত কয়েক দিনে দেশ জুড়ে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে।
এই মুহূর্তে দেশে করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৯১ জন। কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২২০ কোটি করোনা টীকা দেওয়া হয়েছে। তবে এখনো অবধি টীকাকরণ চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৭৯ জনের করোনা টীকাকরণ হয়েছে। আর এই পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়ে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।