১২ ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে থাকল করোনা আক্রান্ত মৃতদেহ
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার মৃতদেহ করোনা আতঙ্কের জন্য ১২ ঘণ্টা বাড়িতে পড়ে রইল। প্রায় ১২ ঘন্টা পর তৃণমূল কর্মী-সমর্থকরা মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠায়। শুক্রবার এমন অমানবিক চিত্র বালুরঘাট শহরের দিপালী নগর এলাকায় দেখা গেল।
জানা গেছে, ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকার নাম সংযুক্তা বসু। বয়স ৬৬ বছর। সংযুক্তা দেবী খাদিমপুর গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন। বছর ছয়েক আগেই তিনি চাকরি থেকে অবসর নেন। এদিকে সংযুক্তাদেবীর বাড়িতে একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে সংযুক্তাদেবী নানান অসুখে ভুগছিলেন। অবশেষে গতকাল রাতে তিনি মারা যান। এরপর এলাকায় করোনা আতঙ্ক ছড়ায়।
বিষয়টি জানার পর পরিবারের অন্যান্য সদস্য থেকে প্রতিবেশীরা কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দেয় নি। প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার বিষয়টি জানতে পেরে বালুরঘাটের তৃণমূল কর্মী-সমর্থকরা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তৃণমূল কর্মী-সমর্থকরা বিষয়টি জানার পর মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।