নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইটাহার গটলু এলাকায় কোভিড সেফ হোমে অব্যবস্থার অভিযোগকে ঘিরে করোনা রোগীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ফলে বেশ কিছুক্ষণ তীব্র যানজটের তৈরি হয়।
জানা যায়, ইটাহার থানার গটলু এলাকার হোমগার্ড ট্রেনিং সেন্টারে করোনা আক্রান্ত হলেও খুব বেশী বাড়াবাড়ি হওয়া রোগীদের রাখার জন্য সরকারী সেফ হোম তৈরি করা হয়েছে। বর্তমানে ৪০ জনের বেশী করোনা আক্রান্ত রোগীকে সেফ হোমে রাখা হয়েছে। প্রতিনিয়ত সেফ হোমে রোগীর সংখ্যা বাড়ছে।
ওই সেফ হোমে থাকা রোগীদের অভিযোগ, তাদের নিম্নমানের খাবার দেওয়ার পাশাপাশি পানীয় জলের জারে শ্যাওলা দেখা যাচ্ছে। বারবার তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে এই অব্যবস্থার কথা জানালেও কোনোরকম কোনো সমস্যার সমাধান পাওয়া যায়নি। এর ফলে ওই করোনা সংক্রমিত রোগীরা সড়ক অবরোধের পথ বেছে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
এই ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে রোগীদের আশ্বাস দিয়ে সেফ হোমের ভেতরে ফেরত পাঠায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে করোনা আক্রান্তরা রোগীরা সেফ হোমে চলে যান।