ব্যুরো নিউজঃ মালদ্বীপঃ বর্তমানে করোনার জেরে বিপর্যস্ত গোটা ভারতবর্ষ। আর তাই ভারত জুড়ে করোনার বাড়বাড়ন্তের জেরে মালদ্বীপ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে করোনার মারাত্মক প্রভাবে জেরে দক্ষিণ এশিয়া সহ ভারতের কোনো পর্যটক তাদের দেশে প্রবেশ করতে পারবেন না। আর আগামী ১৩ ই মে থেকে এই নতুন নিয়ম জারি করা হচ্ছে।
Maldives Immigration
@ImmigrationMV
Temporary suspension for tourists and all other categories of visa holders originating from South Asian countries.
যদিও মালদ্বীপ সরকারের এই নতুন নির্দেশিকায় কিছুটা মন খারাপের ছায়া নেমে এসেছে পর্যটন প্রেমীদের মধ্যে।