চয়ন রায়ঃ কলকাতাঃ এক ধাক্কায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বেড়ে গেল। গতকাল মধ্যরাত থেকে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ১ হাজার ০২৬ টাকা হয়ে গেলো। রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
কয়েকদিন আগেই ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের মূল্য ১০২ টাকা ৫০ পয়সা বেড়ে ২ হাজার ৩৫৫ টাকা ৫০ পয়সা হয়েছিল। কিন্তু কলকাতায় মাসের প্রথমে ১০০ টাকা বেড়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৪৪৫ টাকা হয়েছে। এছাড়া ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য বেড়ে ৬৫৫ টাকা হয়েছে।
এদিকে গত ২২ শে মার্চ মাসে এলপিজি সিলিন্ডার ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল। এবার তা হাজার পেরিয়ে গেলো। নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ ভোজ্য তেল থেকে শুরু থেকে আলু, শাক-সবজির মূল্য বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে রান্নার গ্যাসে সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। যা নামমাত্র সরকারী ভর্তুকিতে সাশ্রয় সম্ভব নয়।
প্রসঙ্গত বাজারে জ্যোতি আলু ৩০ টাকা কিলো দরে ও চন্দ্রমুখী আলু ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কারণে মধ্যবিত্তের খরচ আরো বেড়ে গেলো।
এমনিতেই করোনা পরিস্থিতিতে অনেকের রুজি-রোজগারে টান পড়েছে আবার কেউ কেউ চাকরী হারিয়েছেন আর এরই মধ্যে একদিকে রান্নার গ্যাসের মূল্য অপরদিকে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যের জেরে মধ্যবিত্ত হিমশিম খাচ্ছেন ফলে গ্যাসে ভর্তুকি বৃদ্ধি সহ তেলে শুল্ক কমানোর দাবী ক্রমশ জোরালো হচ্ছে।