চয়ন রায়ঃ কলকাতাঃ নির্বাচনী ফলপ্রকাশের পরেই মেয়র ফিরহাদ হাকিম বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের পরাজয় নিয়ে মুখ খুললেন। ফিরহাদ হাকিম জানান, “যে এই রাজ্যে বিজেপিকে দাঁড় করালো, দুই থেকে বিধায়ক সংখ্যা ৭৭ করলো। তার এই অবস্থার জন্য সত্যিই খারাপ লাগছে। ওই মানুষটাকে জোর করে হারিয়ে দেওয়া হলো।” ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা শুরু হয়ে যায়।
প্রসঙ্গত, দিলীপ ঘোষকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হতে হয়েছে। ফলে ফল প্রকাশের পরেই দিলীপ ঘোষ স্পষ্ট করে বলেন, “চক্রান্ত ও কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি।” তবে সত্যিই কি পার্টির একটা বড়ো অংশ দিলীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে হারিয়ে দিয়েছে? এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেছেন, “এটাও হতে পারে। তবে এখনো আমাদের কাছে তথ্য প্রমাণ আসেনি। আমরা খোঁজ চালাচ্ছি। বের হবে সব।”