নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সমগ্র বিশ্ব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। দেশ জুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে। ইতিমধ্যে দিল্লি ও মুম্বইয়ের মতো মেট্রোপলিটন শহরগুলিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৭৫ জন। মৃত ৪৬০ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৪৯ জন। আর ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আক্রান্তের নীরিখে দেশের দক্ষিণের রাজ্যগুলিই এগিয়ে। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৬ জন। মৃত ৩৫৩ জন। এছাড়া তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৫৫ জন। মৃ্ত ১১ জন। তবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৭ জন। মৃত ৮ জন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫১ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। প্রাণ হারিয়েছেন ৪ জন। পজিটিভিটির হারও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here