নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিতেই অ্যামাজন, ওয়ালমার্ট, গ্যাপ ও টার্গেটের মতো বড়ো বড়ো সংস্থাগুলি ভারতে করা সমস্ত অর্ডার স্থগিত করে দিয়েছে।
জানা গেছে, ভারতীয় রপ্তানীকারকরা আমেরিকান ক্রেতাদের কাছ থেকে চিঠি এবং ইমেল পেয়েছেন। যেখানে বলা আছে, পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত জামাকাপড় ও বস্ত্রজাত পণ্য রফতানি বন্ধ রাখা হচ্ছে। সূত্রের খবর, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে যে অতিরিক্ত খরচ বাড়ছে, তা ক্রেতা সংস্থারা অর্থাৎ অ্যামাজন, ওয়ালমার্ট বহন করতে রাজি নয়। তারা চাইছে, ভারতীয় রফতানিকারক সংস্থাগুলিই এই খরচ বহন করুক। ভারত থেকে রফতানি করা পণ্যের দাম প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়তে চলেছে এই ট্যারিফের কোপে। এতে আমেরিকায় রফতানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার কারণে ভারতের ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ক্ষতি হবে।
আমেরিকায় রফতানি হওয়া পণ্যের ৪০ থেকে ৭০ শতাংশই যায় ভারতীয় সংস্থা গোকালদাস এক্সপোর্ট, ইন্দো কাউন্ট, ওয়েলসপান লিভিং, ট্রিডেন্ট থেকে। তাদের ব্যবসা বড়সড় ধাক্কা খেতে চলেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, এবার এই অর্ডারগুলি বাংলাদেশ, ভিয়েতনামের হাতে চলে যাবে, কারণ এই প্রতিযোগী দেশগুলির উপরে আমেরিকা ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। উল্লেখ্য, আমেরিকায় সবথেকে বড়ো বস্ত্র রপ্তানীকারক দেশ ভারত। আঠাশ শতাংশ বস্ত্রই ভারত থেকে রপ্তানী হয়।
Sponsored Ads
Display Your Ads Here