ব্যুরো নিউজঃ বার্মিংহামঃ ২০২২ সালের ২৮ শে জুলাই থেকে কমনওয়েলথ গেমস শুরু হবে। এই প্রতিযোগীতায় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সহ দক্ষিণ আফ্রিকা যোগ্যতা অর্জন করেছে।
আর এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল যোগ্যতা অর্জন করলো।
আইসিসির ঘোষণা অনুযায়ী এই প্রথমবারের জন্য কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রথমবারেই ভারতীয় মহিলা ক্রিকেট দল তাতে জায়গা করে নিলো।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, এদিন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সূত্রে জানা গেছে, ১ লা এপ্রিল পর্যন্ত ফলাফলের ভিত্তিতে দেশগুলির একটি র্যাঙ্কিং তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা সেই দেশগুলি কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ২০২২ সালের ৩১ শে জানুয়ারী পুনরায় একটি কোয়ালিফাইং রাউন্ড করা হবে। সেখানেই নির্বাচন করা হবে যে সর্বশেষ দল হিসেবে কোন দেশ যোগ্যতা অর্জন করে নেবে।
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান, “কমনওয়েলথ গেমসের মতো মঞ্চে খেলার সুযোগ পাওয়া বড়ো পাওনা। গত বছর আমরা অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেছিলাম। কমনওয়েলথ গেমসেও দল ভালো ফল করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী। মহিলা ক্রিকেটের জন্য কমনওয়েলথ গেমস অনেক বড়ো মঞ্চ। সেখানে নিজেদের উজাড় করে দিতে চাই”।
আইসিসির এই ঘোষণায় যথেষ্ট খুশি ভারতীয় ক্রীড়াবিদ্রা।