অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু’দিন কলকাতা ও হাওড়ায় তাপপ্রবাহ হবে না কিন্তু আকাশ মেঘলা থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা সামান্য কমেছে বলে মনে করা হচ্ছে।
কিন্তু সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এমনকি শুক্রবার অবধি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আজ ও আগামীকাল ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হলেও গরম একই থাকবে। আর সোমবার থেকে বুধবার পর্যন্ত কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দু’দিনের জন্য তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রী কমবে। তবে তাতে তাপপ্রবাহের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে না। প্রসঙ্গত, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রী ছিল। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রী বেশী ছিল। গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রীর বেশী থাকছে।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রী ছিল। যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রী বেশী ছিল। আর গরমের নিরিখে বাঁকুড়া সারা দেশের মধ্যে তৃতীয় ছিল। এছাড়া পানাগড়ে ৪৪ ডিগ্রী ছিল। ব্যারাকপুরে ৪৩.৭ ডিগ্রী অবধি পারদ চড়েছিল। উল্লেখ্য যে, গত চলতি বছর এপ্রিল মাসে যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে, তা গত পঞ্চাশ বছরে বিরল। আগেও কলকাতায় এই ধরণের গরম পড়েছে। বেশ কয়েক বার তাপমাত্রা ৪১ ডিগ্রীর গণ্ডিও ছাড়িয়েছে। কিন্তু এতো দীর্ঘ সময় ধরে এই তীব্র গরম স্থায়ী হতে দেখা যায়নি। যদিও এই গরম আরো দীর্ঘ হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here