ব্যুরো নিউজঃ আংশিক সূর্যগ্রহণের পর চলতি বছরে প্রথম পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। বিজ্ঞানীদের মতে, সপ্তাহের শেষে অর্থাৎ ১৫ ই মে ও ১৬ ই মে এই বিরল দৃশ্য চাক্ষুষ করার সুযোগ পাওয়া যাবে। ভারতীয় সময় অনুযায়ী ১৬ মে সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ হবে।
এক ঘণ্টা ২৫ মিনিট ধরে এই গ্রহণ চলবে। এই গ্রহণ দক্ষিণ গোলার্ধের বেশীর ভাগ জায়গা থেকেই দেখা যাবে। এই সময় চাঁদের রং লালাভ হবে। যাকে বিজ্ঞানের পরিভাষায় ‘ব্লাড মুন’ বলা হয়। পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ ভারতে দেখা না গেলেও ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে এক ঝলক দেখা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ রোম, প্যারিস, মাদ্রিদ, লন্ডন, লাগোস, শিকাগো, হাভানা, ব্রাসেলস, সান্টিয়াগো, নিউইয়র্ক, জোহানেসবার্গ, ওয়াশিংটন ডিসি এবং রিও ডি জেনেইরোতে দেখা যাবে। আর আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে আঙ্কারা, আথেন্স, কায়রো, বুদাপেস্ট ও হনুলুলুতে দেখা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here