নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের অন্তরদীপা বাজার এলাকায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল মশলা ও চিপসের গোডাউন। এই ঘটনায় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই তুমুল চাঞ্চল্য তৈরী হয়।
প্রাথমিক ভাবে এলাকাবাসীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর পাশাপাশি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। গোডাউন মালিক রমজান বিশ্বাসের দাবী, ” কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।”
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দমকল বিভাগ প্রাথমিক ভাবে মনে করেছেন যে, এলাকায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার কারণ ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গতকাল রানিনগর দুই নম্বর ব্লকের মালিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুয়াপাড়ায় অগ্নিকাণ্ডের জেরে কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া হরিহরপাড়ায়ও অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে যায়।