নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বর্তমানে ওমিক্রন স্ট্রেনে ছোটোদের মধ্যে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। ওমিক্রনে প্রাণসংশয় কম হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সূত্র মারফত জানা গেছে, করোনা থেকে সেরে ওঠার পরে অনেক শিশুরই টাইপ ১ ও টাইপ ২ ডায়াবিটিস ধরা পড়ছে।
ইউরোপে ইতিমধ্যেই এইরকম একাধিক ঘটনা ঘটেছে। সেখানকার চিকিৎসকরা জানান, ‘‘ছোটোদের করোনা থেকে সেরে ওঠার পরে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কারোর কারোর আবার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস দেখা যাচ্ছে। এতে রক্তে উপস্থিত শর্করা থেকে শক্তি তৈ্ররী জন্য প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরী হয় না। এতে প্রাণসংশয়ও ঘটতে পারে’’।
সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষক শ্যারন সায়াদ বলেন, ‘‘মেডিকেল ইনসিয়োরেন্সের তথ্য পরীক্ষা করে দেখা গেছে আমেরিকাতে যারা ১৮ বছর বয়সের নীচে তাদের করোনার পরে ডায়াবিটিস আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। যা খুবই বিপজ্জনক।
কিন্তু এখনো কিছু বিষয় অস্পষ্ট। যেমন করোনার পরে ধরা পড়া ডায়াবিটিস মারাত্মক আকার নেবে কি না তা জানা যায়নি। এটি সাময়িক অসুস্থতাও হতে পারে। তবে যেসব বাচ্চা করোনা আক্রান্ত হচ্ছে তাদের ডায়াবিটিসের কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায়’’।
এদিকে আমেরিকা ও ইউরোপ ছাড়া বিশ্বের বহু দেশে ছোটোদের ভ্যাক্সিনেশন শুরু হয়নি। তাই শিশুদের অবশ্যই মাস্ক পরিয়ে রাখা উচিত। এছাড়া বাইরের কারোর সাথে আপাতত মেলামেশা বন্ধ রাখা উচিত।