নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে বাংলা ভাষা নিয়ে আবারও সরব হলেন। এদিন অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বাংলা ভাষা বলে নাকি কিছু নেই। তাহলে রবীন্দ্রনাথ কি ভাষায় কথা বলতেন?” শুধু তাই নয়, একসময় দশ টাকার নোটেও যে বাংলা ভাষায় লেখা ছিল তা জানান।
এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তাঁর মোবাইল ফোনটি গাড়ি থেকে এনে দিতে। এরপর ফোনে একটি দশ টাকার নোটের ছবি বের করে সংবাদমাধ্যমে দেখান।” আর সেটি ১৯১২ সালের নোট বলে দাবী করেন জানালেন, “১৯১২ সালে দশ টাকার নোট বাংলায় লেখা ছিল। আজ হঠাৎ বলে দিচ্ছেন, বাংলা বলে কোনো ভাষা নেই। ঐতিহ্যশালী ভাষা।” এছাড়া বলেছেন, “আমাদের বাঙালীরা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়ে স্বাধীনতা আনেন। তখন তোমার দল কোথায় ছিল? দল তৈরী হয়েছিল?”
প্রসঙ্গত, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ও বাংলা ভাষাকে অপমানের অভিযোগে আগেই তৃণমূল সরব হয়েছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন। এই কারণে গতকাল ঝাড়গ্রামে তিন কিলোমিটার মিছিলে হেঁটেছেন।
Sponsored Ads
Display Your Ads Here