চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হলেন। এরপর দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপালে সেলাই করা হবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ঘরের মধ্যে হাঁটার সময় কোনো ভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় শোকেসে লেগে কপাল ফেটে যায়। এরপর গলগল করে রক্ত বেরোতে থাকে। তারপর তড়িঘড়ি এসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কপালে সেলাই করার কথা জানান।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ গভীর ক্ষত রয়েছে। সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিকেল বোর্ডও গঠন করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে যান। এদিন দুপুরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন। সেখান থেকে কলকাতা ফিরেই সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লতা বন্দ্যোপাধ্যায়, ছোটো ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম হাসপাতালে উপস্থিত হন। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।