অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অর্থাৎ একশো দিনের কাজ, আবাস যোজনা ও গ্রাম-সড়ক যোজনার অভিযোগ তুলে ক্রমাগত আন্দোলন চালাচ্ছে। আর গত ৩ রা ফেব্রুয়ারী রেড রোডের ধর্না থেকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘কেন্দ্র না দিলে আগামী ২১ শে ফেব্রুয়ারী রাজ্য সরকার ২১ লক্ষ শ্রমিককে বকেয়া মজুরী মিটিয়ে দেবে।’’
আর আজ রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘কেন্দ্রকে আগামী এপ্রিল মাস অবধি সময় বেঁধে দেওয়া হচ্ছে। যদি কেন্দ্র আবাস যোজনার টাকা না দেয় তাহলে ১ লা মে থেকে রাজ্য সরকারই ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরীর টাকা দিয়ে দিতে থাকবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১১ লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল। পরে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আরো তিন-চার লক্ষ প্রস্তাব এসেছে। সেগুলিও আমরা আস্তে আস্তে দেখে নেব।’’ আর আমি তো বলেই ছিলাম, বাজেট দেখে সবাই চমকে যাবেন। তাই হয়েছে। কিছু করতে গেলে চিন্তাশক্তি থাকতে হয়। শুধু অকথা, কুকথা বললে হয় না।’’
Sponsored Ads
Display Your Ads Here