দুর্যোগে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল মধ্যরাতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ভূ-ভাগে আছড়ে পড়লেও তার প্রভাব রয়ে গিয়েছে। রাতেরবেলা থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে। সঙ্গে দমকা বাতাসও বইছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ এরকম বৃষ্টি চলবে। কিন্তু এই রেমালের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে এখনো অবধি প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়-ক্ষতি হলো ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম।’’ আর ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন। যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাদের পাশেও দাঁড়ানোর বার্তা দিয়েছেন।


এদিকে এও জানান যে, ‘‘নিহতদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের এবং ঘর-বাড়ির যা ক্ষয়-ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বন্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে। আর নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরো গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব। অন্যদিকে, এখনো অবধি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ১ হাজার ৪০০ আশ্রয় শিবিরে দুই লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।’’


রাজ্যবাসীকে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, ‘‘আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগীতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না।’’ এদিকে আবার বিজেপি নেতা অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে দাবী করেছেন, ‘‘মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রীসভার সদস্যরা কিছুই করেননি। মাঠে-ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়াতে যা করার এনডিআরএফ ও বিজেপি নেতারাই করেছে।’’


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031