নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাতেরবেলা লেবার ওয়েলফেয়ার অফিসার ও কয়েকজন স্টাফ ডুয়ার্সের গ্যান্দা পাড়া চা বাগানের ম্যানেজারের সাথে দেখা করতে আসেন। এমন সময় বাংলোর কাছাকাছি পৌঁছতেই গাড়ির হেড লাইটের আলোয় একটি বিশাল চিতাবাঘ দেখতে পান।
এ যেন খাঁচা বন্দি চিতাবাঘের দৃশ্য নয়! জ্যান্ত চিতাবাঘ চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার বিশু দাস বিরল সেই রোমহর্ষক দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করলেন। যেখানে দেখা যাচ্ছে বাগানের রাস্তা ধরে একদিক থেকে অন্য দিকে যাচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেওয়া হলে শীঘ্রই বনকর্মীরা সেখানে এসে বাজি ফাটিয়ে চিতাবাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ম্যানেজার্স বাংলোর কাছাকাছি শ্রমিক মহল্লাতে পালিয়ে গিয়ে সেখানে এদিক ওদিক ঘুরে বেরোতে দেখা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
চা বাগান সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে এলাকা জুড়ে তিনটি চিতাবাঘ উপদ্রব চালাচ্ছে। কর্তৃপক্ষের তরফ থেকে বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির থেকে বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন।