অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রতিবাদীদের জোড়া মিছিলে আজ প্রায় থমকে গেল মধ্য কলকাতা। ফলে শহরের কেন্দ্রে যানজট তৈরী হয়ে স্কুল-কলেজ ফেরত পড়ুয়া, অভিভাবক থেকে নিত্য অফিসযাত্রী সকলেই বিপাকে পড়েলেন। বিকেলবেলাও এসএন ব্যানার্জি ও লেনিন সরণীতে ধীর গতিতে যান চলাচল করছে।
এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ (টেট), স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি, গ্রুপ ডি এবং স্টেট লেভেল সিলেকশন টেস্টের (এসএলএসটি) চাকরীপ্রার্থীরা শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে চাকরীর দাবীতে মিছিল করে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মিছিলটি মৌলালি ও এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পৌঁছাতেই চাকরীপ্রার্থীরা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকে। ওই সময় এসএন ব্যানার্জি রোডের একটি দিক পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। আর অন্য দিক দিয়ে গাড়ি চলাচল করছিল।
উল্লেখ্য যে, শিয়ালদহ স্টেশনে টেট চাকরীপ্রার্থীরা অভিনব উপায়ে প্রতিবাদে সামিল হয়। কেউ জীবন্ত লাশ সেজে কেউ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদা শাড়ি পরে মিছিলে নামেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেজে ওঠা প্রতিবাদী বিশাখা ঘোষ জানায়, ‘‘মুখ্যমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েও লাভ হয়নি। স্বচ্ছ নিয়োগ হয়নি। এই ব্যাপারে সিবিআই তদন্ত প্রয়োজন। না হলে অনশনে বসতেও দ্বিধা করব না।’’
প্রতিবাদীরা এও দাবী করে, ‘‘এক দিকে নিয়োগে দুর্নীতি হয়েছে। অন্য দিকে যোগ্য প্রার্থী এবং তাদের পরিবার বঞ্চিত হয়ে আট বছর ধরে অপেক্ষা করছে।’’ অন্যদিকে গত ১২ দিন ধরে কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে অনশন করে করছে। অভিভাবকেরাও পাশে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন। এদিন পড়ুয়ারা মেডিকেল কলেজ থেকে ধর্মতলায় মিছিল নিয়ে গিয়েছে।