নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের দুই শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য বেড়ে ৩৭ শতাংশ দাঁড়িয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক হয়। ওই বৈঠকেই কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা দুই শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ৪৮ লক্ষ ৬৬ হাজার বর্তমান কর্মচারী এবং ৬৬ লক্ষ ৫৫ হাজার পেনশনভোগী লাভবান হবেন। এই দুই শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর ফলে কেন্দ্রের বছরে ৬৬১৪.০৪ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের ফর্মুলা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের জুলাই মাসে কেন্দ্র তিন শতাংশ মহার্ঘভাতা বাড়ানোয় তা ৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ হয়েছিল। এবার তা বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। আর চলতি বছরের ১ লা জানুয়ারী থেকে এই বর্ধিত মহার্ঘভাতা দেওয়া হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সরকারী কর্মচারী সহ পেনশনভোগীদের চার শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।
কিন্তু রাজ্য সরকারী কর্মচারীদের একাংশ এই চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করায় খুশী নন। তারা কেন্দ্রের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্যের কথা তুলে ধরেছিলেন। এই শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর পর রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা আঠারো শতাংশ হয়। যদিও কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা আরো দুই শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্য সরকারী কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য ৩৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। যার ব্যবধান অনেকটাই।