Indian Prime Time
True News only ....

ভোটের ফলঘোষণার দশ দিন পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নির্বাচনের পরবর্তী হিংসা আটকাতে কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরেও রাজ্যে আরো দশ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার নির্দেশ দিয়েছে। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে।

আগামী ১১ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল গণনা শুরু হবে। কিন্তু প্রক্রিয়া শেষ হতে ১২ ই জুলাই অর্থাৎ বুধবার হয়ে যেতে পারে। তাই ১২ ই জুলাইয়ের পর আরো দশ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার হবে যে ব্যালট বাক্স, তার নিরাপত্তাও সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিন কেন্দ্রীয় সরকারের আইনজীবী আদালতকে জানান, “গত ৪ ঠা জুলাই অর্থাৎ মঙ্গলবার রাতেরবেলা ৯টা নাগাদ কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে ‘রিক্যুইজিশন’ (কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার সামগ্রিক পরিকল্পনা) জমা দেয়। পরদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাতে অনুমোদন দিতেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে থাকে। তবে ৮ ই জুলাই অর্থাৎ শুক্রবারের আগে সম্পূর্ণ বাহিনী পৌঁছতে পারবে না।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored