চয়ন রায়ঃ কলকাতাঃ নারদা মামলায় সিবিআইয়ের হাতে আটক মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ শোভন চট্টোপাধ্যায়ের মতো চার হেভিওয়েট নেতা।
আর আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নারদ মামলা শুনানিতে চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দী করার রায় দেয়। এর পাশাপাশি ডিভিশন বেঞ্চ আরো জানায় যে, “গৃহবন্দী নেতাদের বাড়ির প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। তাঁদের বাড়ির সদস্য সহ বাড়িতে আসা আত্মীয়-পরিজনদের উপর নজর রাখতে হবে”।
আজই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গৃহবন্দী জীবন শুরু হয়েছে। জামিনের মামলার শুনানি না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরে বাকি তিন জন নেতা-মন্ত্রীও গৃহবন্দী হবেন।
তাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই চার জন নেতা-মন্ত্রীর বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।