রায়া দাসঃ প্রতিবছর CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় জানুয়ারী মাসে প্রাক্টিকাল পরীক্ষা এবং ফেব্রুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে থিওরি পরীক্ষার সম্পন্ন হয়। কিন্তু বর্তমান প্যানডেমিক পরিস্থিতিতে পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে আজ টুইটের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাক্টিকাল পরীক্ষা ১ লা মার্চ থেকে শুরু হবে। ও সব লিখিত পরীক্ষা ৪ ই মে থেকে ১০ ই জুনের মধ্যে সম্পন্ন হবে। আর ১৫ ই জুলাইয়ের মধ্যে দুই শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হবে।
এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, চলতি বছর করোনা পরিস্থিতিতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠ্যসূচি সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হয়নি। আর সেই বিষয় চিন্তা করেই CBSE বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে পাঠক্রম থেকে ৩০% বাদ রেখেছে৷ আর এইবারের পরীক্ষায় ৩৩% ইন্টারনাল চয়েজ থাকবে।
সব পরীক্ষাই কোভিড নিয়ম-বিধি মেনেই হবে এবং সমস্তরকম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অনেকটাই নিশ্চিন্ত হলেন শিক্ষার্থীরা সহ তাদের অভিভাবকরা।