নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ এবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) গোরু পাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও স্ত্রীর মালিকাধীনে থাকা ভোলে ব্যোম রাইস মিলে গেলেন।
প্রথমে সিবিআই আধিকারিকরা ওই মিলে তল্লাশিতে গেলে নিরাপত্তারক্ষীরা মিলের ভিতর ঢুকতে বাধা দেন। মিলের গেটে তালা লাগানো থাকায় ডাকাডাকি করলেও প্রথমে কেউ দরজা খুলতে চাননি। এরপর নানা টালবাহানা করে ৪০ মিনিট পর রাইস মিলে ঢোকা সম্ভব হয়। মিলে ঢুকে একাধিক গাড়ি সার করিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
যাতে পশ্চিমবঙ্গ সরকার লেখা স্টিকার রয়েছে। সিবিআই আধিকারিকরা মিলে প্রবেশ করে নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেন। জানা গিয়েছে, ২০১১ সালে ৪৫ বিঘা জমির উপর তৈরী এই মিলটি অনুব্রত মণ্ডল জনৈক হারাধন মণ্ডলের কাছ থেকে কিনে নিয়ে স্ত্রী এবং কন্যার নামে করেন।