নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের গলসি থানার চৌমাথা মোড়ে দুই নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরে আটকে ঝলসে মৃত্যু হলো শেখ সুলতান ওরফে সাগর নামে ১ জন খালাসির। বাড়ি বীরভূমের চিনপাইয়ের নারায়ণপুরে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে দুর্গাপুরগামী একটি কয়লাবোঝাই লরি দুই নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। ওই সময় গলসি চৌমাথা মোড়ে কয়লাবোঝাই লরিটি একটি ধানবোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারতেই সহজে আগুন ধরে যায়। আর সামনের ধানের গাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এই সংঘর্ষের জেরে কয়লাবোঝাই লরির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। লরির কেবিন দুমড়ে মুচড়ে যায়। এরপর সেখান থেকে আহত অবস্থায় চালক কোনোভাবে বেরিয়ে আসতে পারলেও শেখ সুলতান আটকে পড়েন। ফলে আগুন লেগে গাড়ির ভিতরেই ঝলসে গিয়ে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
গলসি থানার পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দুইটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ দুর্গাপুরগামী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here