নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দলীয় সভা ছিল। ওই সভায় যুবর অঞ্চল সভাপতি ও মূল সংগঠনের সভাপতি গিয়েছিল। তারপরই আজ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি উত্তপ্ত হয়ে উঠল। যুবর অঞ্চল সভাপতি এবং মূল সংগঠনের সভাপতি একে-অপরের দিকে গুলিও ছোড়ে। এরপরই মারধর-বোমাবাজি শুরু হয়। ফলে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।
যার জেরে কিছু পুলিশকর্মীও জখম হয়েছেন। আর এর পাশাপাশি প্রায় ১৬ জন তৃণমূলকর্মীও আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। আহতদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেনি। দুষ্কৃতীরাই এই ঘটনার ঘটিয়েছে। তবে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় তারা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।