নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গোপন সূত্রের ভিত্তিতে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কোচবিহারের দুই নম্বর ব্লকের চকচকা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি গাঁজা ভর্তি একটি লরি সহ এক জনকে করেছেন। এই উদ্ধার হওয়া গাঁজার মূল্য ৪০ লক্ষ টাকার বেশী।


- Sponsored -
এই অভিযানে মোট চল্লিশ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার মোট ওজন চারশো কেজি। আর লরির চালক রঞ্জিত কুমারকে গ্রেফতার করা হয়। রঞ্জিত বিহারের এক বাসিন্দা।