মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের মাটিয়া থানা এলাকার দুই নম্বর ব্লকের খড়িডাঙায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে তুমুল বিক্ষোভ চলে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই উত্তেজনার জেরে রেখা পাত্রের প্রচার থমকে যায়।
গতকাল বিজেপি প্রার্থী রেখা পাত্রের দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ফলে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে। কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। আঘাত গুরুতর হওয়ায় কালিদাস বাছাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আজ তাকে দেখতে স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি রেখা পাত্র যেতেই নতুন করে এলাকাবাসীরা অশান্তি শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন এলাকাবাসীরা তাদের আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো ছিল। ফলে বিক্ষোভকারীদের সাথে বিজেপি কর্মী-সমর্থকেরা অশান্তিতে জড়িয়ে পড়েন। যা হাতাহাতি পর্যায় চলে যায়। মহিলারা রেখা পাত্রকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এতে তিনি মেজাজ হারান। এমনকি আঙুল উঠিয়ে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। এরপর রেখা পাত্রকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে সেখান থেকে বের করে আনেন।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির অভিযোগ, “বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক। গ্রামের প্রধান সমীর বাছার, তার ভাই মৃণাল বাছার ও সিভিক ভলান্টিয়ার বাবলু বাছার আক্রমণ চালায়। তাই বিক্ষোভ দেখানো নয়, প্রচারে ব্যাঘাত আনাই মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি রেখা পাত্রের উপর লাঠি নিয়ে হামলা করা হয়েছে। আর ওই লাঠির ঘায়ে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ দুলাল রায় আঘাত পেয়েছেন।”
Sponsored Ads
Display Your Ads Here