Indian Prime Time
True News only ....

আচমকা বিস্ফোরণে উড়ে গেলো কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙা থানার ঝুনকা-মাঠপাড়া গ্রামে বিস্ফোরণের জেরে মহম্মদ কামাল পাশা নামে এক জন কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ উড়ে গেল। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে লন্ডভন্ড অবস্থা দেখতে পান। দেখা যায়, বাড়ির ছাদের একাংশ ধসে গিয়েছে। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে এই বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছেন। এদিকে তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে।

- Sponsored -

- Sponsored -

কামাল পাশা এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘শুকুর আলি, হাবিবুর শেখ সহ আমাদের গ্রামের আরো কয়েক জন তৃণমূল সমর্থক আমার বাড়ির পাশে বোমাগুলি মজুত করে রেখেছিল। এদিন সকালবেলা বোমা ফেটে গিয়েছে। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’’ অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতা হাবিবুর শেখ বলেন, ‘‘নির্বাচনের আগে কংগ্রেস কর্মীরাই অশান্তি সৃষ্টি করতে বোমা মজুত করছিলেন। সেই বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।’’

উল্লেখ্য যে, গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের নাজিরপুরে ছেতিয়ানি ঘোষপাড়ার বাঁধেরধার এলাকা থেকে মজুত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ঘটনাস্থল থেকে একটি ড্রামে রাখা তেইশটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পর পর দু’দিনে ঘটা একই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা একেবারে সরগরম হয়ে উঠেছে। পুলিশ খবর পেয়ে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored