নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ টানা ২৫ বছর এই কেন্দ্রের সাংসদ তিনি। বাংলায় খুব কম সাংসদের ঝুলিতে এই নজির রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তাঁদের মধ্যে অন্যতম। এই মুহূর্তে বহরমপুর ‘অধীর দুর্গ’ বলেই পরিচিত। কিন্তু এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে কংগ্রেস একটিও পায়নি। ৬টি ঘাসফুল এবং একটি পদ্মফুলের দখলে।
এবারও কংগ্রেসের প্রার্থী অধীর। তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে ভোট ময়দানে নেমেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা। গড় কি ধরে রাখতে পারবেন অধীর? নাকি ২৫ বছর পর অন্য কেউ বাজিমাত করবেন বহরমপুরে?