অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা ৩৫ সপ্তাহের ভ্রূণের গর্ভপাতের অনুমতি দিলেন। যা রাজ্য তথা সমগ্র দেশ জুড়ে একেবারে নজিরবিহীন রায়।
এদেশে আইনত গর্ভপাতের সময়সীমা ২৪ সপ্তাহ। কিন্তু বিশেষ ক্ষেত্রে অর্থাৎ অনেকসময় গর্ভস্থ শিশুর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে যেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন যে, জন্মের পর শিশুটিকে বাঁচানো যাবে না। সেক্ষেত্রে আদালতের নির্দেশেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।
হাইকোর্টে মামলা দায়ের করা হলে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তারের সিঙ্গল বেঞ্চ এসএসকেএমের চিকিৎসকদের পরামর্শ নেন। মেডিকেল বোর্ডও গঠন করা হয়। আর এদিন মামলার তৃতীয় শুনানিতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।