অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা ৩৫ সপ্তাহের ভ্রূণের গর্ভপাতের অনুমতি দিলেন। যা রাজ্য তথা সমগ্র দেশ জুড়ে একেবারে নজিরবিহীন রায়।
এদেশে আইনত গর্ভপাতের সময়সীমা ২৪ সপ্তাহ। কিন্তু বিশেষ ক্ষেত্রে অর্থাৎ অনেকসময় গর্ভস্থ শিশুর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে যেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন যে, জন্মের পর শিশুটিকে বাঁচানো যাবে না। সেক্ষেত্রে আদালতের নির্দেশেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, বিয়ের পর দীর্ঘদিন এক দম্পতি নিঃসন্তান ছিলেন। শেষ পর্যন্ত যখন প্রথম সন্তান এসেছে তখন জানতে পারে যে গর্ভস্থ ভ্রুণের স্পাইনার্ড কর্ডে গুরুতর সমস্যা রয়েছে। সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনদিনই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। ফলে উত্তর কলকাতার বাসিন্দারত ওই দম্পতি গর্ভপাতের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
Sponsored Ads
Display Your Ads Hereহাইকোর্টে মামলা দায়ের করা হলে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তারের সিঙ্গল বেঞ্চ এসএসকেএমের চিকিৎসকদের পরামর্শ নেন। মেডিকেল বোর্ডও গঠন করা হয়। আর এদিন মামলার তৃতীয় শুনানিতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।