মিনাক্ষী দাসঃ পার্টি হোক বা বিয়েবাড়ি, শাড়ি কিংবা ড্রেস, সব ধরণের সাজের সাথে অক্সিডাইজড গহনা ভালোই মানায়। আর বেশ নজরও কাড়ে। কিন্তু সমস্যা হলো অক্সিডাইজড গহনা একটু অযত্ন করলেই ঔজ্জ্বল্য হারায়। একবার কালো হতে শুরু করলে শত চেষ্টা করেও ঔজ্জ্বল্য ফিরে পাওয়া যায় না। তবে এই টোটকা মেনে চললে দীর্ঘদিন অক্সিডাইজড গহনার ঔজ্জ্বল্য বজায় থাকবে।
১) অক্সিডাইজড গহনা পরার পর ডিও অথবা পারফিউম ব্যবহার করলে এই গহনার রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই গহনা পড়ার আগেই ডিও কিংবা পারফিউম ব্যবহার করে নিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here২) অক্সিডাইজড গহনায় ঘাম লেগে থাকলে উজ্জ্বলতা হারিয়ে যাবে। ঘামে থাকা নুন অক্সিডাইজড গহনার সাথে বিক্রিয়া করে রং কালো করে দেয়। তাই পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here৩) খোলা জায়গায় ও এক বাক্সে অক্সিডাইজড গহনা না রেখে পাউচে ভরে তুলে রাখতে হবে। ফলে এই গহনা কালো হবে না। আর গহনার বাক্স বার বার খুললেও অক্সিডাইজড গহনার উপর বাতাসের সরাসরি প্রভাব পড়বে না।
৪) অক্সিডাইজড গহনায় ময়লা জমলে জল অথবা পেস্ট কোনো কিছু দিয়েই পরিষ্কার করা যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here